watermark logo

Up next

Kothopokothon(কথপোকথন) | GR Tanmoy | Bangla Rap Song 2020 | Official Audio

10 Views· 02/23/20
Aryel Narvasa
Aryel Narvasa
Subscribers
0
In Music

Kothopokothon(কথপোকথন) | GR Tanmoy | Bangla Rap Song 2020 | Official Audio

Artist:GR Tanmoy
Music Producer: GR Tanmoy
Mixing & Mastering : GR Tanmoy

Follow GR Tanmoy on facebook -
https://www.facebook.com/grtanmoyreall
Facebook page -
https://www.facebook.com/GRTanmoy/
Instagram -
https://www.instagram.com/gr_tanmoy/
Twitter -
https://twitter.com/grtanmoyreall

Audio Specturm & Lyrical Video: Radowan Talukdar
Facebook ID: https://www.facebook.com/radoan.1810

Lyrics -

1st Verse:
আমার নিজের বলা কথা গুলা শোনে না তো মনে
আমার অবাধ্য এই মনরে নিয়া থাকার আয়োজনে
যদি আমি বলি শোন,মনে শুনমু নাতো আমি
মনে কয় আমার কাছে আমার ইচ্ছাটাইতো দামি
যন্ত্রণা নিতে পারে না সে করে চিতকার
আমার ইশারাতে চলতে বলি তারে বার বার
আধ ঘন্টা যদি বোঝে সাত দিনি থাকে বোকা
খারাপ ইচ্ছা গুলো নিয়ে প্রতিদিনই খায় সে ধোকা
প্রতিদিনই রাত পার করে নির ঘুম ই তো চোখে
আমি তার চিন্তা নিয়ে প্রতি ক্ষনে থাকি শোকে
নিজের মন রে তো আমি প্রতিদিনি দেই বাধা
বাধা যন্ত্রণা রূপে ভেদ করে এই মাথা
যুদ্ধ মনটারে নিয়া তবু আমি পরাজিত
হার মানিনা তো আমি তবু কেনো আকি ভীত
মাঝে মাঝে ছন্ন ছারা আমি হাল ট ছাইরা দেই
মনের ইশারা তে চইলা পরে প্রতিশোধ নেই

Chorus:
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি

2nd Verse:
আমার ভেতরে তো মন টা যেটা করে বসবাস
আমার ভেতরে থেকেও আমার অবাধ্য ১২ মাস
তার চাহিদা টা বেশি আর আমার টা কম
তার চাহিদা মিটাইতে আমি কইরা নেই হজম
আমার ভেতরে থেকে বলে তোর জন্য সবি করি
প্রতি রাতে তার দোষ গুলো একে একে ধরি
মনে বলে আমি ঠিক আর বিবেকে বলে ভুল
আর আবেগ আর বিবেকের কর্মফলে আমি দেই উশুল
যুক্তিহীন তর্ক করে যেটা Emotion এ ভরা
তার Emotion এর অজনেই তো আমি আধ মরা
আমার ভেতরেতো যন্ত্র যেটার নাম টা নাকি মন
আমার বাধ্য হয়ে থাকা তার খুবি প্রয়োজন
মনে যন্ত্রনা ডাকে থাকতে বলে তার কাছে
আমি ডাকতে করি মানা মন যে আমারি তো মাঝে
দুশ্চিন্তা নিয়ে থাকে মনে আমি পাই ভয়
তার কারনে আমারি যত Tension হয়

Chorus:
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি

3rd Verse:
চিন্তা করে মনে আমি চিন্তা করতে চাইনা
তার কারনে আমিতো চিন্তা বিহীনো আগাইনা
আমি ভালো থাকতে চাই মন থাকতে দেয় না ভালো
মন অন্ধকারে নেয় কিন্তু আমি চাইছি আলো
মনে ভেতরে Negativity তৈরি করে রাখে
তার মিথ্যা তৈরি গুলো কেনো ভাংতে হয় আমাকে
তার কৌতুহল টা বেশি খারাপেরি দিকে চলে
তাকে প্রতিনিয়তই বিবেকে ভালো হইতে বলে
মাঝে মধ্যে দিশেহারা কুল কিনারা সে পায় না
হিংস্র রূপে কিযে করে মন যে কেনো হয় যে হায়না
বায়না গুলো নাগালে নেই আমার এইটা যুক্তিহীন
মস্তিষ্ক বিকৃত করে মনে প্রতি দিন
কল্পনা দেয় আমাকে মনে আকে নিজে ছবি
বাধ্য হয়ে দেখতে হয় মনের আকা চিত্র সবি
আমি সৃষ্টি আমার ভেতরেই তো থাকে যদি মন
কেনো আমারি সাথে মনেরি কথপোকথন

Chorus:
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি

4rth Verse:
একটা চাহিদা মিটাইলে নতুন আরেকটা জাগে
এমনে কইরা প্রতিদিনি মনে ব্যস্ত কেনো রাখে
সব সময় বিবেকেরি সামনে বিবেকে থাকে পিছে
মনের ইচ্ছা আমি চাইনা কারনে বিবেক মানে নিজে
মনে নিজে কষ্ট সাজায় মাঝে মধ্যে দিবে হাসি
হাসি গুলো ক্ষনিকেরি দূক্ষ গুলো এক রাশি
ভালোবাসি ভালো রাখতে নিজের বিবেকের যেটা কর্ম
নিজের ভালো থাকা টাই শুধু এই জগতে ধর্ম
মর্ম বুঝে মনে যা মরি চিকা ক্ষনিকেরি
আমি মনকে করি শান্ত তার বুঝতে হয়তো দেরি
এরি মঝে Emotion এ চুম্বকেরি মতো টানে
এই দেখে বিবেকও ডাকে একটু অভিমানে
জানে Emotion এ নিবে জলের দেশ যেইটা চোখ
যদি যায় দেখে হাসবে আমাকেই তো কতো লোক
এই যুদ্ধ চলবে মৃত্যু অব্দি এইটা আমি জানি
মনটা রে পিছে রাইখা বিবেকটা সামনে আনি

Chorus:
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি
মনের বিপরিতে আমি,আমার বিপরিতে মন
একি দেহেরি ভেতরে কেনো কথপোকথন
আমার ইচ্ছা মূল্যহীন এই মনে ভাবে যদি
তাইতো কথপোকথনে আমি যুদ্ধ করি রোজি

Show more

 0 Comments sort   Sort By


Up next